হঠাৎ মেসেজ রিকুয়েষ্ট। অনেক লেখা, শর্টে বলি।

আসালামুয়ালাইকুম, আপনার লেখা দারুণ লাগে। এত সিম্পল কিছু, এত্ত অসাধারণভাবে ক্যাম্নে লিখেন। ওয়্য্যাও। রিয়েলি জস লেখার হাত। আচ্ছা, আপনার লেখা কিছু ক্যারেক্টর আছে, ওইগুলা কি একটু ক্যামন না? আরেকটা কথা, আইস কিউব গল্পে তিল আর টিপের দূরত্ব সত্যই ১৩.৬৭ ছিল? বিশ্বাস করেন, আমিও চেষ্টা করছি। সিনেমন আইস্ক্রিম, পদ্মাবতী এক্সপ্রেস, হাফ গোমটা, আইস কিউব এসব নাম কোথায় পান? ওদের সাথে যেমন প্রথমা, অজানা, পল্লবী আরও কি কি যেন এখনও যোগাযোগ হয়? আচ্ছা, প্রতিটি গল্প এমনভাবে শেষ হয় কেন? যাই হোক, ২য় অংশ লিখবেন কিন্তু সময় পেলে! দুই দিন পর সিন করে রিপ্লাই দিলাম- ok. উত্তর দিল- -আপনি, আজিব মানুষ তো। আমি এত্ত এত্ত কিছু বললাম। আর আপনি শুধু অকে লিখলেন। এইটা কিছু হইলো? আচ্ছা, পদ্মাবতী এক্সপ্রেস গল্পের মত কয়েকটা লাইন আমাকে নিয়ে লিখেন না? প্লিজ। – সম্ভব হইলে আমারে বিক্রি কইরা তোমারে কিনতাম।

কিছুক্ষণ পর দেখি শুধু এই লাইনের স্ক্রিনশট তার মাই স্টোরি তে। আমি সিন না করে শুধু দেখে রাখলাম। কিছু আর বললাম না। ঠিক ১৯ মিনিট পর আমার মেসেজ। এইবার যা লিখলো! কি আর বলবো? তারপরও বলি- আপনি তো আজিব মানুষ! আপনি কেন বারবার মেসেজ দিন? আপনাকে কয়বার নিষেধ করতে হয়। আপ্নি কি কথা বুঝেন না? আবার বলেন- আপ্নারে বিক্রি করে আমাকে কিনবেন? এইটা কেমন কথা? আর একবার মেসেজ দিলে কিন্তু ব্লক খাবেন। কিছুক্ষণ পর দেখি এটাও তার মাই স্টোরিতে। এটা পড়ার পর আমি তো আকাশ থেকে পড়লাম। কি বলব, কিছুই বুঝতে পারছিলাম না! শুধু লিখলাম- r u ok? প্রায় ২ ঘন্টা ৩৯ মিনিট পর উত্তর দিছে- এক্সট্রেম্লি সরি, প্লিজ কিছু মনে করবেন না। তাকে রাগানোর জন্য আপনাকে দিয়ে এমন কিছু লেখায় আমি মাই স্টোরি দিছি! তবে আপনার লেখার ধরণ দারুণ। ইশ! যদি এমন একটা গল্পের ক্যারেক্টার হতে পারতাম!

Lecturer, Department of English at  |  + posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *