মালেক ইকবাল।।
মালালা তোমাকে অনেক ভালবাসি। তোমার কৃতিত্ব দেখার পর কাশ্মীরের গোলাপের সৌন্দর্য্য খুঁজি নাই। এটা ভেবে আবার অহংকারী হয়ো না। তোমাকে নিয়ে কিন্তু আমার অনেক প্রশ্ন আছে। জবাব কি তোমার কাছে আছে, নাকি অন্য কারও কাছে? একটা অদ্ভুত প্রশ্ন করি? মালালা তোমার নাম কি? মালালা না জেইন? আমার নাম কিন্ত একটাই। তোমার জন্ম কোথায়? পোলান্ড, হাঙ্গেরি নাকি পাকিস্তানের সোয়াতে। আমি কিন্ত খাটি বাংগালী। আচ্ছা তুমি নির্বাচিত না নির্বাসিত? তুমি নির্বাচিত হলে আমার আপত্তি আছে। আবার নির্বাসিত হলে পাকিস্তানের আপত্তি আছে। তোমার কৃতিত্ব প্রাকৃতিক না কৃত্রিম? তুমি মুসলিম না খ্রিষ্টান? যাইহোক এই ব্যপারটা আমার পরিবার দেখবে। তুমি নাকি পুশতুন না, তুমি ককেশিয়ান। সোয়াতের বেসরকারি এক হাসপাতালের চিকিৎসক ইমতিয়াজ আলী খানজাই তোমার ডিএনএ পরিক্ষা করে তাই বলেছেন যে তুমি পুশতুন না। তোমার বর্তমান বাবা- মা নাকি আসল না?তোমার প্রকৃত বাবা-মা নাকি খ্রিষ্টান মিশনারি ছিল যারা ২০০২ সালে সোয়াতে বেড়াতে এসেছিল এবং তোমাকে উপহার হিসেবে বর্তমান বাবা- মাকে দিয়েছিল। আমার জন্ম এবং বাবা-মা নিয়ে কিন্ত এত রহস্য নেই।

মালাল তোমার ওপর গুলিবর্ষণকারী নাকি একজন পুশতন ছিলেন না আবার সোয়াতে এসেছিলেন ইটালি থেকে। “আইএসআই তোমার আসল পরিচয়ের ব্যাপারে সতর্ক আছে কেন? তোমাকে নিয়ে লেখা ‘টিসুনামি মোমি’ পান্ডুলিপিটা কার কাছে বলতে পারো? এবার একটা শেষ প্রশ্ন করি, উত্তর দাও। মিশরের আসমা বেলতাগি সহ পাকিস্থান, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, আফ্রিকায় যেখানে হাজারো শিশু মারা যাচ্ছে এবং প্রতিদিন শিশু কিশোর-কিশোরীদের স্কুল থেকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে , সেখানে তোমার নোবেল পাওয়া কি বিশ্ব রাজনীতির ষড়যন্ত্রের অংশ নয়।প্রশ্নের উত্তর দিও। তারপর দেখা করো। আমি সময় আমিই পৃথিবী।

লেখক – প্রভাষক,  ইংরেজি বিভাগ, তেজগাঁও কলেজ,  ঢাকা।

Lecturer, Department of English at  |  + posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *