★Modifier কী ?
যে সকল Word বা phrase, noun কে modify করে অর্থাৎ noun বা pronoun– এর সঙ্গে একটি বিশেষ অর্থ যোগ করে তাকে modifier বলে।
★Modifier দুই প্রকারঃ
1: Pre-Modifier
2. Post-Modifire
Pre শব্দের অর্থ পূর্বে অর্থাৎ যে সকল Word বা Phrase Noun এর পূর্বে বসে Noun কে Modifie করে তাকে Pre-Modifier বলে।
Post শব্দের অর্থ পরে অর্থাৎ যে সকল Word বা Phrase noun এর পরে বসে Noun কে Modify করে তাকে Post Modifier বলে।
Example:-
1.He is a wise man
2. I found the problem solved.
এখানে Wise Pre- Modifier যা Noun man শব্দের পূর্বে বসে man শব্দকে Modify করেছে তাই Wise Pre-Modifier।
এবং ২য় বাক্যে solved post modifier যা noun the problem এর পরে বসে the problem কে modify করেছে তাই solved post modifier।
Example for practice:
1. He brought a rotten fish.
2.The fish on the pan is very fresh.
-Modifier and Post Modifier হিসেবে যা যা ব্যবহৃত হয়।
Pre-Modifier হিসেবে ব্যবহৃত হয়,
1. Adjective
Ex: He is a good student.
2. participle (a.present participle b.past participle)
3. Noun
4. Noun Adjective
5. Compounds
6. Possessive pronoun
7. Adverb
★Post Modifier হিসেবে যা যা ব্যবহৃত হয়,
1.Infinitive
2. Participle phrase(a. present b.past)
3. Prepositional phrase
4. Apositive
5. Adjective
Ex: There is something abnormal in his behaviour.
6. Relative clause
7. Adverb
★Modifier কিছুটা Without clue এর মতই।
ব্রাকেটের ভিতরে যা দেয়া থাকবে সেটা বুঝে নিচের নিয়ম অনুসারে উত্তর করতে হবে।
Determiner ( নির্দেশক) – এটি ৪ ধরনের হয়।
1.Article ( a, an, the)
2.Demonstrative- এটি থাকলে ৪ টি word এর বাহিরে আর কিছুই হবে না।
This, that, these, those এই চারটি হবে।
যেমন: _______ is my pen.
( use demonstrative) Ans…This.
কারণ এখানে কলম কিন্তু একটা।নির্দিষ্ট করে বুঝানো হইছে।
3. Possessives- অধিকার বুঝাতে ব্যবহৃত হয়।
যেমন:
my, our, their, his, her, your, karim’s ইত্যাদি।
4. Quantifier- পরিমাণ বুঝাতে ব্যবহৃত হয়।
যেমন :
some, any, all, both, every ইত্যাদি।
যদি বলা থাকে with determiner থাকে তাহলে অর্থ বুঝে চারটা determiner এর যেকোন টা ব্যবহার করতে হবে।
★কিন্তু যদি দেওয়া থাকে with demonstrative তাহলে demonstrative এর ৪ টা শব্দের মধ্যে একটা শব্দ বুঝে শুনে ব্যাবহার করতে হবে [ This, that, these, those ]
★যদি with possesive থাকলে অধিকার জাতীয় সকল শব্দের যেটা সঠিক সেটি বুঝে শুনে বসাতে হবে।
[ my, our, their, his, her, your, karim’s ইত্যাদি ]
★যদি quantifier থাকে তাহলে পরিমাণ বাচক শব্দের একটি শব্দ বসাতে হবে।
[ some, any, all, both, every ইত্যাদি ]
★Appositive – Subject & Object সম্পর্কে নতুন তথ্য দানকারী হিসেবে ব্যবহৃত হয়।
যদি থাকে with an appositive থাকে তাহলে যা modify করতে হবে তার
সম্পর্কে নতুন তথ্য দিতে হবে।
যেমন :
Karim,__________
এখানে উত্তর হবে করিম সম্পর্কে নতুন তথ্য।
a poor farmer / an honest man ইত্যাদি উত্তর হতে পারে। মূল কথা appositive থাকলেই নতুন তথ্য।
★তীব্রতা সম্পর্কিতঃ এতে কিছু আছে তীব্রতা বাড়াবে কিছু কমাবে।
এরা দুই ধরনের।
1.Intensifier : এটি তীব্রতা বাড়াবে।
এটি থাকলে actually, really, certainly, highly, very, very much ইত্যাদি তীব্রতা বাড়ায় এরকম শব্দ হবে।
যেমন:I love you very much. এখানে very much শব্দটা বাক্যের তীব্রতা বাড়িয়েছে।
2. Down toner : এটি থাকলে তীব্রতা কমায় এরকম শব্দ ব্যবহার করতে হবে।
যেমন:hardly, rarely, a little, nearly, almost, slightly, barely ইত্যাদি।
★Non- Finite : এটি তিন ধরনের।
1. Present participle – বাক্যে একটি finite verb আছে ।
কিন্তু যদি verb জাতীয় কোন শব্দ ব্যবহারে প্রয়োজন পড়ে এবং যদি বাক্যে লিংকার না থাকে তবে অর্থ বুঝে verb এর সাথে ing যোগ করতে হবে। আর verb এর ing ই হচ্ছে present participle.
2. Past participle – এটার সাথে সবাই পরিচিত। বাক্যে একটি finite verb আছে কিন্তু যদি verb জাতীয় কোন শব্দ ব্যবহারে প্রয়োজন পড়ে এবং যদি লিংকার না থাকে তবে ব্যবহার করতে হবে।
মনে রাখতে হবে শুধু v3 এবং v4 verb এর মত হলেও ভার্ব না এরা participle.
3. Infinitive : অনেকে বলতে পারেন এই জিনিসটা আবার কি?
এটা non finite verb. infinitive হচ্ছে to + v1. অর্থাৎ to এর পরে verb এর মূল ফর্ম।
যেমন: to live, to eat, to cut ইত্যাদি। we eat to live. এখানে একবার verb ব্যবহৃত হয়েছে।
★Adverb : যদি দেওয়া থাকে with adverb তখন এটি ব্যবহার করতে হবে।
regularly, usually, fast, very ইত্যাদি শব্দ অর্থ বুঝে দিতে হবে
★Phrase : এটি তিন ধরণের।
1. Prepositional phrase – preposition + কোন শব্দ বা শব্দগুচ্ছ।
যেমন :
in the sky, with the help ইত্যাদি।
2. Infinitive phrase – infinitive + শব্দ বা শব্দগুচ্ছ।
Infinitive সম্পর্কে উপরে বিস্তারিত ভাবে আগেই বলা হয়েছে।
যেমন: to go there, to seat on the chair ইত্যাদি। এখানে to go হচ্ছে infinitive তারপর শব্দ।
3. Adverbial phrase: এর জন্য সীমিত সংখ্যক শব্দ।
যেমন:here and there, to and fro, off and on, again and again.
★Noun- Adjective : এটা বলতে বুঝায়। আসলে দুটিই noun. কিন্তু আগের noun টি adjective এর মত কাজ করবে।
যেমন :train journey, tea pot etc. এখানে train journey. কিসের journey? train journey.
journey ধরণ বুঝিয়েছে। কাজেই train noun হলেও adjective এর মত কাজ করছে।
Double / compound word: কিছু double word মিলে হয় ।
★প্রশ্নে যদি দেওয়া থাকে
1. Pre modify the noun- তাহলে ভয়ের কিছুই নাই যেভাবে এসএসসি তে without clue পড়ছি সেরকম অর্থ বুঝে যেকোন ধরণের শব্দ বসালেই হবে।
2. post modify the verb – আগের মতই। যাই থাকুক না কেন যদি আগের আলোচ্য বিষয়ের শব্দ গুলা না থাকে তবে ইচ্ছা স্বাধীন।
pre modify the noun / adjective / verb/ etc…. এর সাথে যদি with infinitive / determiner ইত্যাদি না থাকে অর্থাৎ
নির্দিষ্ট যে এটা ব্যবহার কর। আর না থাকলে স্বাধীন ভাবেই উত্তর করো।