মালেক ইকবাল ||
আমাদের কপাল একদিক দিয়ে ভাল যে ব্রিটিশদের আন্ডারে ছিলাম, ফ্রান্স আমাদের শাসন করেনি। আফ্রিকাকে তছনছ করে দিয়েছে ডাকাত, লুটেরা ফ্রান্স। ফ্রান্স লুটপাট করে পৃথিবীর ধনী দেশ মালিকে ফকির বানিয়ে ছেড়েছে। এখনো ফ্রান্সের দস্যুরা লুটে খাচ্ছে আফ্রিকাকে। ফ্রান্সের প্যারিসে ন্যাচারাল মিউজিয়ামে (Musée d’Histoire Naturelle de Paris) ১৮,০০০ মাথার খুলি রয়েছে। এর মধ্যে আফ্রিকান রাজা, রাজার পরিবার, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছাড়াও মাওরি জাতিসহ অনেকের পূর্বপুরুষদের মাথার খুলি বিদ্যমান। আফ্রিকান মুসলমানদের মাথার খুলির ছবি দিয়ে তারা ডাকটিকেটও ছাপাত। আলজেরিয়ায় ১৯০টি পারমাণবিক বোমা পরীক্ষা করেছে তারা যার খেসারত আলজেরিয়া এখনো দিচ্ছে। দস্যু ইউরোপের চরিত্র এখনো বদলায়নি। সম্প্রতি করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার জন্য আফ্রিকানদের বেছে নেওয়ার কথা বলেছেন ফ্রান্সের ডাক্তার। আফ্রিকানদের মানুষই মনে করেনা তারা। আফ্রিকা পারমাণবিক বোমা আর ভ্যাকসিনের ল্যাবরেটরী না। আফ্রিকা ইউরোপের চাইতেও অনেক সমৃদ্ধ আর ধনী এলাকা যারা ইউরোপের দস্যুদের থাবায় রক্তাক্ত, ক্ষতবিক্ষত!
লেখকঃ প্রভাষক, ইংরেজি বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা
Website |  + posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *